নকল মদ কারবারের পর্দাফাঁস; ধৃত ১

নকল মদের কারবারের পর্দা ফাঁস করল আবগারি দফতরের বাগডোগরা সার্কেল। প্রচুর পরিমাণ নকল মদ উদ্ধার ঘটনায় গ্রেফতার একজন। ধৃতের নাম পবন গুপ্তা। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে আবগারি দফতর।

  জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তরের বাগডোগরা সার্কেলের টিম। উদ্ধার হয় সাড়ে সাত লিটার নকল বিদেশী মদ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাগডোগরায় এলাকায় আরও এক নকল মদের কারবারের বিষয়ে জানতে পারেন আবগারি দপ্তরের আধিকারিকেরা। এরপরই ডেপুটি এক্সাইজ কালেক্টরের নেতৃত্বে বাগডোগরার নয়াবস্তির ধীমাল এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় নকল মদ তৈরির স্পিরিট, নামীদামী কোম্পানির লোগো, খালি বোতল সহ বিভিন্ন সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ ৭৮ হাজার টাকা। পুরো ঘটনার তদন্তে পুলিশ