বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল, গ্রেফতার ৪

শিলিগুড়ি শহরে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
  বুধবার ভোরে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায়, ৭-৮ জন দুষ্কৃতী প্রধান নগর থানার দাগাপুর মাঠের কাছে গোপন বৈঠকে ডাকাতির পরিকল্পনা করছে। এরপরই টিম সাজিয়ে ঐ এলাকায় অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ। তবে পুলিশের গাড়ির আলো এবং পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ওই ঠেকে থাকা কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। অবশ্য প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ চার যুবককে ধরতে সফল হয়।
 এই অভিযানে বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা বেশকিছু সরঞ্জাম অভিযুক্তদের হেফাজত থেকে পায় পুলিশ। এরপর ঐ ৪ দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, ধৃতরা রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে চুরি, ছিনতাইয়ের মতো বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে।
পুলিশী তৎপরতায় দুষ্কৃতীদের পরিকল্পনা ভেস্তে যায়। ধৃত চার যুবক শিলিগুড়ি ও দার্জিলিং জেলার বাসিন্দা। অভিযুক্তদের নাম উমেশ ছেত্রী, শচীন থাপা, বিক্রম শৈব এবং অরবিন্দ প্রধান। আজ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।